BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি ওঠানোর পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবি ওঠান শিক্ষার্থীরা। গত ২ জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচন চেয়ে মধ্যরাতে বিক্ষোভ করে দাবি তোলে ঢাবির শিক্ষার্থীরা। একদিন পরে অর্থাৎ গত ৩ জানুয়ারিতে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন আয়োজনের কথা জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সহ অনেক সংগঠনের নেতৃবৃন্দই বাকসু নির্বাচনের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে নির্বাচনের আগে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার কথা ব্যক্ত করেন কেউ কেউ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক ও ববি শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ জানান, আমরা অবশ্যই বাকসু নির্বাচন চাই। বিশ্ববিদ্যালয়ে আমাদের দাবিতেও ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা আছে। সেইসাথে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদেরও বিচার চাই। তবে ছাত্র সংসদ নির্বাচনের কাজ চলবে, এদিকে হামলায় জড়িতদের বিচারের দাবি আবারও জানাবে ববি কর্তৃপক্ষের কাছে । এছাড়া ঢাবি,জাবিতে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছে। আমরাও চাই দ্রুত বাকসু নির্বাচন সম্পন্ন হোক।