BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
স্টাফ রিপোর্টার - ইমরান হকবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ মুজিবুর রহমানের মৃত্যুর ২১ বছর পর আ.লীগ ক্ষমতায় আসে। এরপর শেখ হাসিনা ১৭ বছর ক্ষমতায় ছিলেন। তাহলে এখন কেন পালিয়ে গেছেন? কারণ একটাই যারা দুঃসময়ে আ.লীগ করেছিল, তাদের তিনি দলে রাখেননি।তিনি ভাড়াটিয়া আ.লীগ, ব্যবসায়ী এবং হাইব্রিড নেতা বানিয়েছেন যাতে তারা লুটপাট করতে পারে। এখন তার সঙ্গে সেই হাইব্রিড নেতারাই পালিয়ে গেছেন, আর মাঠে পড়ে আছে নিরীহ নেতাকর্মীরা। তারা আজ মার খাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে পৌর ও সদর উপজেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন।বরকত উল্লাহ বুলু বলেন, আমরাও যদি ভাড়াটিয়া দিয়ে দল গঠন করি, তাহলে একদিন আমাদেরও একই পরিণতি হবে। শেখ হাসিনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।কাজেই জনগণের সঙ্গে যাদের সম্পর্ক আছে, বিএনপি তাদেরকেই মনোনয়ন দেবে। আজ কিছু রাজনৈতিক দল ‘পিআর’ নামে একটি পদ্ধতি নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। কিন্তু এই ‘পিআর’ কী? এটা মানুষ চেনে না, জানে না। এটা দিয়ে কি গোসল করে? না খায়? না দাঁড়িয়ে থাকে? সাধারণ মানুষ এটা বোঝে না। আমি যাকে নেতা বানাবো, তাকেই ভোট দেবো, তিনিই নির্বাচিত হবেন। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশেও পিআর পদ্ধতি অচল। এর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে পিআর পদ্ধতির কোনো স্থান নেই।
স্টাফ রিপোর্টার - ইমরান হকবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ মুজিবুর রহমানের মৃত্যুর ২১ বছর পর আ.লীগ ক্ষমতায় আসে। এরপর শেখ হাসিনা ১৭ বছর ক্ষমতায় ছিলেন। তাহলে এখন কেন পালিয়ে গেছেন? কারণ একটাই যারা দুঃসময়ে আ.লীগ করেছিল, তাদের তিনি দলে রাখেননি।তিনি ভাড়াটিয়া আ.লীগ, ব্যবসায়ী এবং হাইব্রিড নেতা বানিয়েছেন যাতে তারা লুটপাট করতে পারে। এখন তার সঙ্গে সেই হাইব্রিড নেতারাই পালিয়ে গেছেন, আর মাঠে পড়ে আছে নিরীহ নেতাকর্মীরা। তারা আজ মার খাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে পৌর ও সদর উপজেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন।বরকত উল্লাহ বুলু বলেন, আমরাও যদি ভাড়াটিয়া দিয়ে দল গঠন করি, তাহলে একদিন আমাদেরও একই পরিণতি হবে। শেখ হাসিনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।কাজেই জনগণের সঙ্গে যাদের সম্পর্ক আছে, বিএনপি তাদেরকেই মনোনয়ন দেবে। আজ কিছু রাজনৈতিক দল ‘পিআর’ নামে একটি পদ্ধতি নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। কিন্তু এই ‘পিআর’ কী? এটা মানুষ চেনে না, জানে না। এটা দিয়ে কি গোসল করে? না খায়? না দাঁড়িয়ে থাকে? সাধারণ মানুষ এটা বোঝে না। আমি যাকে নেতা বানাবো, তাকেই ভোট দেবো, তিনিই নির্বাচিত হবেন। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশেও পিআর পদ্ধতি অচল। এর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে পিআর পদ্ধতির কোনো স্থান নেই।