BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
স্টাফ রিপোর্টার - ইমরান হক ।।জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে 'জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য (৬ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।জানা গেছে, খসড়া অধ্যাদেশে জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, ভৌগোলিক ও জাতিগত বৈশিষ্ট্য এবং যোগাযোগ সুবিধার বিষয়গুলো বিবেচনায় রেখে সীমানা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তবে কোনোভাবেই ইউনিয়ন, সিটি করপোরেশন বা পৌরসভার ওয়ার্ড ভাগ করা হবে না।এর আগে আইনটির ৪, ৬, ৮ ধারায় অস্পষ্টতা ও সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সংশোধনী আইনের একটি খসড়াও পাঠানো হয়। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের একটি আন্তমন্ত্রণালয় কমিটি খসড়াটি পর্যালোচনা করে। এখন উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলে অধ্যাদেশ আকারে তা জারি করা হবে।২০২১ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার আগের অধ্যাদেশ বাতিল করে নতুন আইন জারি করেছিল।মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাবে ইসি জানায়, বর্তমান আইনের ৪, ৬, ৮ ধারায় অস্পষ্টতা ও সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষসহ রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে সংশয় ও আপত্তি রয়েছে। গত জুলাইয়ের গণ-আন্দোলনের পর তা আরও প্রকট হয়।বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই সংসদের বিদ্যমান সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব নির্বাচন কমিশন সচিবালয়ে জমা পড়ছে।ইসি সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ৬৩টি আসনের সীমানা নির্ধারণ চেয়ে ৪০২টি আবেদন জমা পড়েছে। আইন সংশোধনের পর এসব আবেদন নিষ্পত্তি করে নতুনভাবে সীমানা নির্ধারণ করা হবে। এতে অন্তত ৬০টি আসনের সীমানা বদলাতে গেলে ১০০টির বেশি আসনের সীমানা পরিবর্তিত হবে।যে যে ধারা সংশোধনের প্রস্তাব ইসির - বর্তমান আইনের ৪ ধারায় বলা আছে, এই আইনের অধীন কমিশন প্রধান নির্বাচন কমিশনার বা কোনো কমিশনার বা তার কোনো কর্মকর্তাকে ক্ষমতা অর্পণ করতে পারবে।এই ধারার পরিবর্তে ইসি প্রস্তাব করেছে, কমিশন প্রধান নির্বাচন কমিশনার বা অন্য কোনো কমিশনারকে প্রধান করে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তার সমন্বয়ে একটি কমিটি গঠন করবে। এ কমিটি প্রয়োজনে ভূগোলবিদ, মানচিত্রকার, পরিসংখ্যানবিদ, জনসংখ্যাবিদ ও নগরপরিকল্পনাবিদদের অন্তর্ভুক্ত করতে পারবে।ইসির পর্যবেক্ষণে বলা হয়েছে, বর্তমানে ৬ ধারার বিধান অনুযায়ী সীমানা নির্ধারণে জনসংখ্যাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় শহর এলাকায় সংসদীয় আসন বেড়েছে, আর গ্রাম এলাকায় আসন কমেছে। এতে জণমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। ফলে জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থা ও অবস্থানকেও বিবেচনায় রাখতে হবে।বর্তমান আইনের ৬(২) ধারায় বলা হয়েছে, কমিশন প্রশাসনিক সুবিধা বিবেচনা করে আঞ্চলিক নির্বাচনী এলাকার ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে এবং সর্বশেষ আদমশুমারির জনসংখ্যার বাস্তব বণ্টনের ভিত্তিতে সীমানা নির্ধারণ করবে।এই ধারা সংশোধন করে নতুনভাবে চারটি ক্লাস্টার যুক্ত করার প্রস্তাব দিয়েছে ইসি।