logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক
ফিলিস্তিন ইস্যুতে ভালুকা উত্তাল: জুম'আর পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল

ভালুকা থেকে উপজেলা প্রতিনিধি, ইমন সরকার।। ফিলিস্তিনে শান্তি চাই, আর কোনো রক্ত নয়” এই মানবিক আহ্বানে আজ কাঁপল ময়মনসিংহের ভালুকা।ইসরাইলি আগ্রাসন ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে ১১ এপ্রিল, শুক্রবার বাদ জুমা ভালুকা উপজেলার সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, তরুণ সমাজ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ধরেছিলেন প্ল্যাকার্ড ও ব্যানার, যেখানে লেখা ছিল"ফিলিস্তিনে শান্তি চাই, আর কোনো রক্ত নয়""ইসরাইলের নিষ্ঠুরতা থামাও, মানুষ বাঁচাও""গণহত্যা বন্ধ করো, মানবতার পাশে দাঁড়াও"প্রতিটি স্লোগান যেন ছিল নির্যাতিত ফিলিস্তিনের প্রতিধ্বনি।সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বক্তারা বলেন, “ফিলিস্তিনে যা চলছে তা কোনো যুদ্ধ নয় এটি একটি পরিকল্পিত গণহত্যা। এই পরিস্থিতিতে নীরব থাকা মানে অন্যায়ের পক্ষে থাকা।”বক্তারা আরও বলেন, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ শুধু মুখে নয়, কাজে পরিণত করতে হবে। এজন্য তারা মুসলিম বিশ্বসহ সকল ন্যায়প্রেমী মানুষকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। তারা বলেন, ‘যে পণ্যের মুনাফা দিয়ে ফিলিস্তিনে বোমা পড়ে, সেই পণ্য কিনে আমরা আর থাকতে পারি না।’ ইসরায়েলি কোম্পানির পণ্য চিহ্নিত করে তা বর্জনের মাধ্যমে গণজাগরণ গড়ে তুলতে হবে এটাই সময়ের দাবি।তারা আরও বলেন, “ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রাম ন্যায়সঙ্গত। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও ওআইসি’র উচিত এই নিপীড়নের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।” বাংলাদেশের পক্ষ থেকেও আরও জোরালো কূটনৈতিক তৎপরতা কামনা করেন তারা।সামাজিক মাধ্যমেও চলছে সচেতনতামূলক প্রচার। এলাকার তরুণরা #StandWithPalestine হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে প্রতিবাদ জানাচ্ছেন। অনেকে নিজেরা পোস্টার, ভিডিও ও তথ্যচিত্র তৈরি করে বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন ফিলিস্তিনের বাস্তবতা।আজকের ভালুকা হয়ে উঠেছিল যেন ফিলিস্তিনের প্রতিচ্ছবি ছিল না কোনো হিংস্রতা, ছিল না কোনো বিশৃঙ্খলা; ছিল কেবল প্রতিবাদ, চোখের জ্বালা, আর একটাই দাবি: শান্তি চাই, মানবতা চাই।