BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তন শুরু হয়েছে। আজ সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় ৫৪ বাংলাদেশি ঢাকায় ফিরবেন, যাদের মধ্যে সাতজন শিশু রয়েছে। এই তথ্য সোমবার (২১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম ফ্লাইটে লেবানন থেকে ৫৪ জন দেশে ফিরছেন। তারা সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সন্ধ্যায় ঢাকায় অবতরণ করবেন।