মেক্সিকো সিটি, ১৫ মে: মেক্সিকো সিটির উনাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সাইন্স এন্ড হিউম্যানিটিজ (সিসিএইচ ভায়েহো) গত ১৪ই মে বাংলাদেশ দূতাবাসের সাথে মিলে বাংলা নববর্ষ-১৪৩১ এর দ্বিতীয় পর্ব উদযাপন করেছে। এতে প্রায় শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক অংশগ্রহণ করেন।
এর আগে, ৬ই মে ক্লাস্ট্রো দ্য সোর হুয়ানা বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষের প্রথম পর্ব উদযাপন করা হয়েছিল।
মুখোশ চিত্রায়ন কর্মশালা: প্রায় ৬৫ জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশ নেয়।
সম্মেলন: "ব-দ্বীপের গল্প: বাংলাদেশের ঐতিহাসিক ও সংস্কৃতি পরিভ্রমণ" শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা: বর্ণিল মুখোশ ও ফেস্টুনে সজ্জিত হয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিরা এই শোভাযাত্রায় অংশ নেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান: মেক্সিকোর স্থানীয় শিল্পীরা বৈশাখী নৃত্য পরিবেশন করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্জন তুলে ধরেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও উল্লেখ করেন। রাষ্ট্রদূত আবিদা অনুষ্ঠান আয়োজনে সহায়তা করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং মেক্সিকোর শিক্ষার্থীদের বাংলাদেশের প্রতি আগ্রহের জন্য প্রশংসা করেন।
মেক্সিকোর উনাম বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষের দ্বিতীয় পর্বের এই উৎসবটি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময়ের এক সুন্দর উদাহরণ।
মন্তব্য করার জন্য লগইন করুন!