BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সিলেটের তামাবিল হয়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং যাওয়ার পথটি যেন এক মনোমুগ্ধকর রোমাঞ্চ। আঁকাবাঁকা পাহাড়ি পথ, খাঁজকাটা রাস্তা আর প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য এই পথের প্রধান বৈশিষ্ট্য। গতকাল বিকেলে এই পথ ধরেই বাংলাদেশ জাতীয় ফুটবল দল পৌঁছায় শিলংয়ে। পথে এক পশলা বৃষ্টি পরিবেশকে আরও মনোরম করে তোলে।শহরের ভেতরেও পাহাড়ি আবহ বিরাজমান। খাড়া রাস্তা, পাহাড় কেটে তৈরি করা বাড়িঘর যেন ছবির মতো সাজানো। ইউরোপীয় পরিবেশের ছোঁয়া পাওয়া এই শহর পরিচ্ছন্ন ও ঠান্ডার জন্য বিখ্যাত। গতকাল সন্ধ্যায় তাপমাত্রা নেমে আসে ১৪ ডিগ্রিতে, সঙ্গে হালকা বৃষ্টি যেন ঠান্ডাকে আরও বাড়িয়ে দিয়েছে।বাংলাদেশ দলের জন্য প্রতিকূলতা:বাংলাদেশ ফুটবল দল এখানে খেলতে এলেও শুরু থেকেই পড়েছে নানা প্রতিকূলতার মধ্যে। আয়োজকদের পক্ষ থেকে অনুশীলনের জন্য ভালো মাঠ না দেওয়ার অভিযোগ তুলেছেন দলের ম্যানেজার আমের খান।তিনি বলেন, "আমাদের অনুশীলনের জন্য নির্ধারিত সময় ছিল বিকেল সাড়ে পাঁচটা। কিন্তু তখনও মাঠ দেওয়া হয়নি। পরে সাড়ে সাতটায় যুদ্ধ করে মাঠ নিতে হয়েছে, তাও টাকা দিয়ে।"বাংলাদেশ দলের অনুশীলনের জন্য প্রথমে দেওয়া হয় নর্থ ইস্টার্ন হিলস বিশ্ববিদ্যালয়ের মাঠ, যা ছিল নিম্নমানের এবং ফ্লাডলাইট সুবিধাবিহীন। কোচ হাভিয়ের কাবরেরা এতে চরম অসন্তোষ প্রকাশ করেছেন।অন্যদিকে, ভারতীয় দল একই ভেন্যুর মূল মাঠে অনুশীলনের সুযোগ পেলেও বাংলাদেশকে দেওয়া হয়েছে গ্রাউন্ড-টু টার্ফ মাঠ। এতে ভারত আয়োজক হিসেবে বাড়তি সুবিধা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।