BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ, সর্বোচ্চ রানের জয় ও নিগারের রেকর্ড ইনিংসে উজ্জ্বল বাংলাদেশলাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে রেকর্ডের পাতায় নাম লেখাল বাংলাদেশের নারী ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছে তারা।নিগারের ব্যাটে জ্বলল রেকর্ডনিগার সুলতানা ৭৮ বলে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি—বাংলাদেশ নারী ওয়ানডে দলের ইতিহাসে দ্রুততম। তিনি ১০১ রান করেন মাত্র ৮০ বলে। তাঁর এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ ৫০ ওভারে ৩ উইকেটে তোলে ২৭১ রান—যা দেশের নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ।নিগারের আগেই এই রেকর্ডটি ছিল ফারজানা হকের, যিনি ২০২৩ সালে ভারতের বিপক্ষে ১৫৬ বলে শতক করেছিলেন। সেই তুলনায় নিগারের ইনিংস রীতিমতো ঝড়ো।