এই মাসেই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে আগের ঘোষণার তুলনায় তাদের সফরসূচিতে এসেছে কিছু পরিবর্তন। বিসিবির নতুন সূচি অনুযায়ী একদিন পিছিয়েছে দ্বিতীয় ওয়ানডে, আর বদলেছে টি–টোয়েন্টি সিরিজের সময়সূচিও।
বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের আসন্ন সফর নিয়ে নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বঘোষণামতে, সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে। তবে দ্বিতীয় ওয়ানডে, যা আগে নির্ধারিত ছিল ২০ অক্টোবর, তা পিছিয়ে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ ওয়ানডে যথারীতি ২৩ অক্টোবর মিরপুরেই অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে। নতুন সূচি অনুযায়ী, প্রথম টি–টোয়েন্টি হবে ২৭ অক্টোবর, দ্বিতীয়টি ২৯ অক্টোবর এবং তৃতীয়টি ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বিসিবির সূত্র জানিয়েছে, সূচিতে পরিবর্তনের মূল কারণ সম্প্রচার সময়সূচি এবং মাঠ প্রস্তুতির লজিস্টিক বিষয়াদি। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকপূর্ণ পরিবেশে। সিরিজকে সামনে রেখে আগামী সপ্তাহেই জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বিসিবি নির্বাচক প্যানেল।
এক নজরে পরিবর্তিত সূচি
ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে – ১৮ অক্টোবর, মিরপুর
২য় ওয়ানডে – ২১ অক্টোবর, মিরপুর
৩য় ওয়ানডে – ২৩ অক্টোবর, মিরপুর
টি–টোয়েন্টি সিরিজ
১ম টি–টোয়েন্টি – ২৭ অক্টোবর, চট্টগ্রাম
২য় টি–টোয়েন্টি – ২৯ অক্টোবর, চট্টগ্রাম
৩য় টি–টোয়েন্টি – ৩১ অক্টোবর, চট্টগ্রাম
মন্তব্য করার জন্য লগইন করুন!