logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

স্বাস্থ্য ও পরিবেশ

স্বাস্থ্য ও পরিবেশ
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র প্রতাপ সাহা রোডে কয়েকযুগ ধরে লাগেনি উন্নয়নের ছোঁয়া দুর্ভোগ চরমে ফিরে দেখা চাঁদপুর শহর-১

স্টাফ রিপোর্টার - ইমরান হক।। চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রের কাছেই অবস্থিত নতুন বাজার আলিম পাড়া, প্রতাপ সাহা রোড। গুরুত্বপূর্ণ বহুমুখী এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। সড়কজুড়ে খানাখন্দে ভরা, একটু বৃষ্টি হলেই কাদায় মাখামাখি হয়ে যায় পুরো রাস্তাটি। ফলে এ সড়কে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও শিশুদের জন্য এটি হয়ে উঠেছে এক ভয়ংকর যন্ত্রণাসহ মারাত্মক দুর্ভোগের কারণ।সরজমিনে দেখা গেছে, রাস্তাটির আলীম পাড়া হতে প্রতাপসাহা রোডটি মিশন রোড এবং ট্রাকরোড পর্যন্ত রয়েছে। পুরো রাস্তাটিতে তেমন কোন পিচ ঢালাই নেই। কয়েকযুগে আগে করা পাকা ঢালাই ও পিচ ঢালাই উঠে গিয়ে সেটি এখন মাটির কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। পুরো রাস্তার বিভিন্নস্থানে ছোট বড় গর্তে কাদাপানি জমে আছে। সড়কের একপাশে রয়েছে সম্পূর্ণ খোলা ড্রেন।এ ড্রেন থেকে দুর্গন্ধ ছড়ায় এবং বৃষ্টির পানি জমে গিয়ে হাঁটাচলা আরও দুর্বিষহ করে তোলে। একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।রাস্তার পাশের স্থানীয় ও অস্থায়ী বাসিন্দারা অভিযোগ করেছেন, অনেকবার স্থানীয় জনপ্রতিনিধি ও পৌরসভার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি ।এই পথ দিয়ে গাঙ্গুলি পাড়া, আলিম পাড়া, নতুন আলিম পাড়া, পাল পাড়া, প্রতাপ সাহা রোড, উকিল পাড়া ও ট্রাক রোড এলাকার বাসিন্দারা যাতায়াত করে থাকে। একই সাথে চাঁদপুর শহরে স্বতন্ত্রভাবে মেয়েদের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ এবং লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী এই রাস্তা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করে।শহরের যানজট নিরসনে অনেকটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এই সড়কটি। শহরের ব্যস্ততম ও আবাসিক এলাকা প্রতাপ সাহা রোডটি হওয়ায় এ সড়কটি যদি মেরামত করা হয়, তাহলে শহরের মূল সড়কের যানজটও অনেকাংশে কমে যাবে।বিকল্প রোড হিসেবে এই সড়ক ব্যবহার করলে প্রধান সড়কের চাপ কমানো সম্ভব হবে বলে মনে করছেন অনেকে।এলাকাবাসির দীর্ঘদিনের দাবি, শহরের অন্যান্য এলাকার মতো এই গুরুত্বপূর্ণ সড়কটিও যেন অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হয়। বিশেষ করে খোলা ড্রেনের ঢাকনা দেওয়া, রাস্তার খানা-খন্দ ভরাট এবং নতুন করে সিসি ঢালাই করে পাকা রাস্তা নির্মাণ তাদের প্রধান দাবি। তার পাশাপাশি আরও একটি দাবি হলো, রাস্তাটি অনেক সরু হয়ে গিয়েছে যা পূর্বে এমন ছিল না।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন রাস্তার কাজটি ধরবে তখন যেন রাস্তার দু-পাশের দখলদারিত্ব মুক্ত করে ড্রেন সহ রাস্তাটির কাজ সিসি ঢালাই দিয়ে করা হয়।নতুন আলিম পাড়া, প্রতাপ সাহা রোডের সুমন খান, মনির হোসেন, সৈয়দ আহমে, রেজাউল করিম, গনি সরকার গোলাম মোস্তফাসহ বেশ কয়েকজন প্রবীণ এবং স্থায়ী বাসিন্দা বলেন, প্রায় ০২ যুগের অধিক সময় ধরে আমরা একই সমস্যায় ভুগছি। কোনো সরকার বা পৌরসভা এই সড়কটির দিকে নজর দেয়নি। আমরা বারবার বলেছি এবং সংশ্লিষ্ট দপ্তরে দরখাস্ত করেছি কিন্তু প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাইনি।চাঁদপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটির দ্রুত মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জনদুর্ভোগ কমানোর পাশাপাশি শহরের যানজট সমস্যারও সমাধান সম্ভব। এলাকাবাসী এবং মেয়েদের দুটি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি- এই রাস্তাটির নির্মাণ কাজ যেনো দ্রুত শুরু করা হয়।কারো ব্যক্তিগত স্বার্থের জন্য হাজার হাজার মানুষের ভোগান্তি না হয় এমন দাবি এলাকাবাসীর । এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এর প্রতি আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।