BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় আকস্মিক এক ঝড়ে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে হঠাৎ বয়ে যায় প্রবল ঝড়। এতে টিনের ছাউনি উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।আহতরা হলেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। বর্তমানে তারা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।