লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে ৫শতাধিক অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা এবং লায়ন্স অক্টোবর সেবা মাস ২০২৫ উপলক্ষে গ্রান্ড র্যালির উদ্বোধন করা হয়।
৮ নভেম্বর শনিবার লায়ন্সের সেবা মাস উপলক্ষে লায়ন বর্ষ ২০২৫-২৬ বর্ষের প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েল এর সভাপতিত্বে সেক্রেটারী লায়ন মোঃ গোলাম হোসেন টিটো'র সঞ্চালনায় চাঁদপুর সদরের বাগাদী নানুপুর হাইস্কুলে দিনব্যাপী এই সকল কর্মসূচির আয়োজন করা হয় ক্লাবটির পক্ষ থেকে ।
সেবা মাস উপলক্ষে ক্লাবের আয়োজনে বিশেষজ্ঞ ডাক্তাদের মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণে ওই এলাকার প্রায় সহস্রাধিক মানুষদের মাঝে বিনামূল্যে চক্ষু পরিক্ষা, দাতের চিকিৎসা, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি ঔষধ ও বিতরণ করা হয়। দিন ব্যাপী কর্মসূচির মধ্যে সকালে সেবা মাস উপলক্ষে বনাঢ্য র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স জেলা ৩১৫ বি -৩ এর গভর্নর মাসুদুজ্জামান মাছুম।
লায়ন্স অক্টোবর সেবা মাস ২০২৫ উপলক্ষে গ্রান্ড র্যালির উদ্বোধন । ছবি- বিডিসিএন২৪
উদ্বোধনকালে প্রধান অতিথি লায়ন জেলা গভর্নর তার বক্তব্যে বলেন লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল "আমরা সেবা করি" মন্ত্রকে ধারণ করে বিশ্বজুড়ে মানবসেবা করা, বিশেষ করে দৃষ্টি সংরক্ষণ, ডায়াবেটিস সচেতনতা, যুব উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ত্রাণ এবং ক্ষুধা নিবারণের মতো ক্ষেত্রে কাজ করা। আর সেই লক্ষ্যে লায়ন্স ক্লাব চাঁদপুর রুপালী পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানেই সেবামূলক কাজ করা হচ্ছে। এ ক্লাবের মাধ্যমে জেলার ও বিভিন্ন উপজেলার ইউনিয়নের অসহায় মানুষজন সেবা পাচ্ছেন। সকল ধরনের সেবামূলক কাজের সাথে জড়িত রয়েছেন ক্লাবের সকল সদস্যরা। র্যালির উদ্বোধন শেষে নানুপুর হাইস্কুলে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লায়ন্স ক্লাবের লায়ন আব্দুল্লা খালেক, লায়ন আবুল বাসার। এছাড়া আরো উপস্থিত ছিলেন ফাস্ট ভাইস প্রেসিডেন্ট আরমান চৌধুরী, ফয়সাল আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া, অ্যাড. সেলিম আকবর, আইপিপি খোরশেদ আলম বাবুল, ট্রেজারার লায়ন মোঃ সৈয়দ হোসেন, নিউ এডভাইজার আবুল কালাম আজাদ, নিউ ইলেক্ট প্রেসিডেন্ট ঈশিতা আক্তার সহ ক্লাবের অন্যান সদস্যগন।
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!