আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস সিরিজে খেলতে পারছেন না।
সিরিজ আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাতে অনুষ্ঠিত হবে। লিটন দাস চোটের কারণে বাহ্যিক থাকায় দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী। এশিয়া কাপে আক্রান্ত চোটের কারণে এখনো পুরোপুরি ফিট হতে পারেননি লিটন।
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, “এশিয়া কাপে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিটন। এমআরআই পরীক্ষায় দেখা গেছে, তাঁর বাঁদিকের পেটের পেশিতে গ্রেড-১ স্ট্রেইন হয়েছে। বর্তমানে পুনর্বাসনপ্রক্রিয়ায় আছেন। তাই আফগানিস্তানের বিপক্ষে তাঁকে দল থেকে রাখা হচ্ছে না। মেডিকেল টিম রিহ্যাব চালিয়ে যাবে এবং অগ্রগতি পর্যবেক্ষণ করবে।”
লিটনের অনুপস্থিতিতে ৩২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার দলে ফিরেছেন। এই টি-টোয়েন্টি সিরিজের জন্য একমাত্র পরিবর্তন এটিই।
মন্তব্য করার জন্য লগইন করুন!