BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ডেনমার্কের তরুণ স্ট্রাইকার রাসমুস হয়লুন্দ গত ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদ্যাপন করে আলোচনায় এসেছিলেন। তবে তাঁর উদ্দেশ্য অপমান বা বিদ্রূপ ছিল না, বরং ‘আইডল’ রোনালদোকে সম্মান জানানো। আর সেই উদ্যাপনেরই পাল্টা জবাব দিলেন পর্তুগিজ মহাতারকা।রোনালদোর প্রতিশ্রুতি, মাঠে বাস্তবায়নরোনালদো আগেই বলেছিলেন, হয়লুন্দের সামনে একই উদ্যাপন করতে চান তিনি। কথা রেখেছেন ‘সিআর সেভেন’। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দারুণ এক গোল করে হয়লুন্দের সামনেই করলেন সেই চিরচেনা ‘সিউ’ উদ্যাপন।তবে ম্যাচের শুরুতে রোনালদোর জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা পর্তুগাল লিসবনের ফিরতি লেগের ম্যাচে ৬ষ্ঠ মিনিটেই পেনাল্টির সুযোগ পায়। কিন্তু রোনালদো তা মিস করে বসেন! হতাশায় ভেসে যায় পর্তুগাল শিবির।নাটকীয়তায় ভরপুর ম্যাচ, রোনালদোর দারুণ প্রত্যাবর্তনপেনাল্টি মিসের পর ৩৮ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে পর্তুগাল। এরপর ৫৬ মিনিটে রাসমুস ক্রিস্টিনসেন গোল করে ডেনমার্ককে ২-১ গোলে এগিয়ে দেন। তখনই দৃশ্যপট বদলাতে শুরু করে।