BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ভারতে মসজিদ-মন্দির নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সদ্য সাবেক প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ উঠেছে, মসজিদ ও দরগাহর নিচে মন্দির থাকার ‘নিদর্শন’ খোঁজার সমীক্ষার অনুমতি দিয়ে চন্দ্রচূড় সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ তৈরি করেছেন। তাঁর বিরুদ্ধে সরাসরি ‘প্যান্ডোরার বাক্স’ খোলার অভিযোগ আনা হয়েছে।চন্দ্রচূড়ের বিতর্কিত পর্যবেক্ষণবারানসির জ্ঞানবাপি মসজিদ ও মন্দির নিয়ে চলমান বিতর্কে চন্দ্রচূড়ের ভূমিকা ঘিরে সমালোচনা তীব্র হয়েছে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হিসেবে তিনি ধর্মস্থান আইনের ১৯৯১ সালের বিধান অনুযায়ী কোনো উপাসনালয়ের চরিত্র পরিবর্তন করা যাবে না বলে মন্তব্য করেছিলেন। কিন্তু, তাঁর মতে, সেই চরিত্র নির্ধারণ করা যেতেই পারে। এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়।