ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে বাস চাপা পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বাসের ভেতরে আরও অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাট অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে ভারি বৃষ্টির সময় পাহাড় থেকে বড় বড় পাথর নেমে এসে বাসটির ওপর আছড়ে পড়ে।
এ সময় ঘটনাস্থলেই অন্তত ১৮ জন মারা যান। স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ চালাচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা একাধিক স্থানে ভূমিধসের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!