BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হুমায়ুন কবির,রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার(১৩ নভেম্বর)সকাল ১১ টায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ হাজার ৬ শত ৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ মৌসুমে সরিষা, গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ ও চিনাবাদামের বীজ ও সার বিনামূল্যে এসব ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে দেওয়া হবে।উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সহীদুল ইসলাম।