নওগাঁর পোরশায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত তিন জনকে হত্যা মামলায় ২২ বছর পর রায় দিয়েছেন আদালত। বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।
রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও আট আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। যাবজ্জীবন পাওয়া তিনজন হলেন—আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং আমির আলী ওরফে আমির।
এ ছাড়া যাঁরা বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন তাঁরা হলেন—দুরুল হুদা (পলাতক), সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, আবুল কাশেম, রেজাউল করিম, ওয়াজেদ আলী, আবুল কালাম এবং আলিম ওরফে আলম। মামলার দীর্ঘ প্রক্রিয়ায় অভিযুক্ত সায়েদা নামের একজন আসামি বিচার চলাকালীন মারা গেছেন।
মামলার এজাহারে জানা যায়, ২০০৩ সালের ৩০ আগস্ট সকালে নওগাঁর পোরশা উপজেলার কালাইবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে গুরুতর আহত হন শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা। তাঁদের স্থানীয় পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শফিকুল, সেরিনা ও নার্গিসকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।
এ ঘটনায় নিহত শফিকুলের স্বজন সামাদ বাদী হয়ে পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!