নরসিংদীর পলাশে দ্রুত পদোন্নতি, জনবল সেটা-আপ সংশোধন, ৫% থেকে ১৫% বিশেষ প্রনোদনা, ইউরিয়া প্লান্ট ইনচার্জকে দ্রুত অপসারন, এক কর্পোরেশন এক কমিশনের দাবীতে গেইট মিটিং ও মানববন্ধন করেছে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়ন। সোমবার (১৭ নভেম্বর) সকালে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসির প্রধান ফটকের সামনে শ্রমিক-কর্মচারীরা এতে অংশ গ্রহণ করেন। মানববন্ধনের শেষে তারা ফার্টিলাইজার চত্বরে একটি বিক্ষোভ মিছিল করেন।
এসময় বক্তব্য রাখেন, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি ও বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশন এর ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন ভূইয়া, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ শেখ ফরিদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কার্যকরী সভাপতির মোঃ হাবিবুর রহমান ও সহ-সভাপতি ইফতেখারুল হক গাজী প্রমুখ।
ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের সহ-সভাপতি ইফতেখারুল হক গাজীর সঞ্চালনায় মানববন্ধনের আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী মিয়া ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র দাস,দপ্তর সম্পাদক মোঃ জাহেদুল ইকবাল, শ্রম বিষকয় সম্পাদক শফিউল আলম, দরকষাকষি সম্পাদক আবদুল্লাহ আল মারুফসহ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ। কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এতে কারখানায় উৎপাদনশীলতায় যদি ব্যাঘাত ঘটে তাহলে কর্তৃপক্ষ দায়ি থাকবে।
ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নেরকার্যকরী সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন, প্রশাসনে এখনো ফ্যাসিষ্ট সরকারের দালালরা অবস্থান করছে এবং বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করে শ্রমিক কর্মচারীদের পদোন্নতি জটিলতা তৈরি করেছে। আগামী ১৪ কর্ম দিবসের মধ্যে ১৩৭ জনের অটো পদোন্নতি ও ৯৯ জনের সাধারণ পদোন্নতির দাবি তোলেছেন।
ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নেরসাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন ৫% ও ১৫% বিশেষ প্রনোদনা দ্রুত বাস্তবায়ন ও প্লান্ট অনুযায়ী সেট-আপ পূনঃনির্ধারণ করতে হবে। তিনি আরো বলেন, ইউরিয়া প্লান্টে স্বৈরাচারী মনোভাব ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কারণে ২৪ ঘন্টার মধ্যে ইউরিয়া প্লান্ট ইনচার্জকে অপসারন করতে হবে।
পলাশ থানা শ্রমিক দলের সভাপতি ও বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশন এর ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন ভূইয়া বলেন, ৫% ও ১৫% বিশেষ প্রনোদনা ও এক কর্পোরেশন এক কমিশন দাবি বাস্তবায়নে বিসিআইসি সকল প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ শেখ ফরিদ বলেন, আগামী ১৪ কর্ম দিবসের মধ্যে আমাদের দাবি না মানা হয় তাহলে এমপ্লয়ীজ ইউনিয়ন আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এতে কারখানায় উৎপাদনশীলতায় যদি ব্যাঘাত ঘটে তাহলে কর্তৃপক্ষ দায়ি থাকবে।
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!