মাসুম পারভেজঃ রাজধানীর ফুটপাতে যখন শীতের কনকনে হাওয়ায় কাঁপতে থাকেন আশ্রয়হীন মানুষেরা, তখন একটি উষ্ণ কম্বল তাদের কাছে হয়ে ওঠে বেঁচে থাকার একমাত্র সম্বল। শীত মৌসুমে নগরীর বাসস্ট্যান্ড, ফুটপাত আর রাস্তার মোড়ে আশ্রয় নেয়া অগণিত মানুষের কাছে একখণ্ড কম্বল মানে শুধু একটি বস্ত্র নয়, এটি তাদের জীবনরক্ষার উপকরণ।
এমনই এক শীতার্ত রাতে মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে জাগো ফাউন্ডেশনের যুব সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ঢাকা উত্তর জেলা বোর্ডের নবগঠিত কার্যনির্বাহী কমিটি।
যাদের নেতৃত্বে এই মানবিক উদ্যোগ সভাপতি, সামীর হোসেন ফাহিম; সহ সভাপতি, রোমান এহতেশাম; সাধারণ সম্পাদক, জুনাইরাহ ইসলাম নুবা; কোষাধ্যক্ষ, জান্নাত আরা; প্রজেক্ট অফিসার, ইফরাত হোসেন; হিউম্যান রিসোর্সেস অফিসার, রাজু আহাম্মদ; পাবলিক রিলেশনস অফিসার, তাহসীন আহমেদ তন্ময়; কমিটি সদস্য, মাহিন আলম আম্মান
পাশাপাশি ছিলেন সংগঠনের আরও অনেক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী যুবক-যুবতীরা।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই হৃদয়স্পর্শী অভিযানে রাজধানীর গুলশান, বনানী, মহাখালী ও তেজগাঁও এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আশ্রয়হীন মানুষদের হাতে তুলে দেওয়া হয় উষ্ণ শীতবস্ত্র। ফুটপাতে, বাসস্ট্যান্ডে, রাস্তার পাশে যারা রাত কাটান, তাদের প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করেন ভলন্টিয়াররা।
প্রতিটি কম্বল হাতে পাওয়ার মুহূর্তে অসহায় মানুষগুলোর চোখে জ্বলে ওঠে আশার আলো। কৃতজ্ঞতায় ভরা চোখ, মুখে স্বস্তির হাসি - এই দৃশ্যগুলোই হয়ে ওঠে স্বেচ্ছাসেবীদের সবচেয়ে বড় পাওয়া। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ - কাউকে বাদ দেওয়া হয়নি এই মানবিক উদ্যোগ থেকে।
এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে শতাধিক আশ্রয়হীন ও অসহায় মানুষ পেয়েছেন উষ্ণতার পরশ। শীতের কঠিন রাতে তারা অনুভব করেছেন যে, সমাজে এখনও মানবিকতা বেঁচে আছে, তারা একা নন। তরুণ প্রজন্মের কাছে এই অভিযান হয়ে উঠেছে সমাজসেবার প্রকৃত শিক্ষা এবং সমাজে তৈরি হয়েছে মানবতার এক উজ্জ্বল নজির।
ভলন্টিয়াররা তাদের সময়, পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে প্রমাণ করেছেন যে, ছোট ছোট উদ্যোগই পারে বড় পরিবর্তন আনতে।
"মানুষের সেবাই মানুষের ধর্ম" - এই চিরন্তন সত্যকে হৃদয়ে ধারণ করে এগিয়ে চলেছে জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ পরিবার। তাদের এই মানবিক পদক্ষেপ আশা জাগায় যে, সমাজে এখনও মানুষ মানুষের পাশে দাঁড়ায়, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন এখনও জীবন্ত।
লগইন
ছবিঃ বিডিসিএন২৪
মন্তব্য করার জন্য লগইন করুন!