BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মাসুম পারভেজঃ রাজধানীর ফুটপাতে যখন শীতের কনকনে হাওয়ায় কাঁপতে থাকেন আশ্রয়হীন মানুষেরা, তখন একটি উষ্ণ কম্বল তাদের কাছে হয়ে ওঠে বেঁচে থাকার একমাত্র সম্বল। শীত মৌসুমে নগরীর বাসস্ট্যান্ড, ফুটপাত আর রাস্তার মোড়ে আশ্রয় নেয়া অগণিত মানুষের কাছে একখণ্ড কম্বল মানে শুধু একটি বস্ত্র নয়, এটি তাদের জীবনরক্ষার উপকরণ।এমনই এক শীতার্ত রাতে মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে জাগো ফাউন্ডেশনের যুব সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ঢাকা উত্তর জেলা বোর্ডের নবগঠিত কার্যনির্বাহী কমিটি।যাদের নেতৃত্বে এই মানবিক উদ্যোগ সভাপতি, সামীর হোসেন ফাহিম; সহ সভাপতি, রোমান এহতেশাম; সাধারণ সম্পাদক, জুনাইরাহ ইসলাম নুবা; কোষাধ্যক্ষ, জান্নাত আরা; প্রজেক্ট অফিসার, ইফরাত হোসেন; হিউম্যান রিসোর্সেস অফিসার, রাজু আহাম্মদ; পাবলিক রিলেশনস অফিসার, তাহসীন আহমেদ তন্ময়; কমিটি সদস্য, মাহিন আলম আম্মানপাশাপাশি ছিলেন সংগঠনের আরও অনেক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী যুবক-যুবতীরা।