সারা দেশের মানুষকে আবারও প্রস্তুত থাকতে বলছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারি বর্ষণ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি অবস্থায়। এর ফলে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় নিয়মিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়,
বুধবার (৬ আগস্ট): অধিকাংশ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারি বর্ষণ।
বৃহস্পতিবার (৭ আগস্ট): একই ধারা বজায় থাকবে। দিন-রাতের তাপমাত্রা সামান্য কমবে।
শুক্রবার (৮ আগস্ট): দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
শনিবার (৯ আগস্ট): উত্তরের দিকে বেশি বৃষ্টি এবং কিছু এলাকায় ভারি বর্ষণের শঙ্কা। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (১০ আগস্ট): একইভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এই পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে, তাই জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নদী ও পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!