চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। তাদের আট দফা দাবির মধ্যে অন্যতম ছিল তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ।
- পদত্যাগ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
বেলা পৌনে ১২টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নেন এবং উপাচার্য অনুপম সেন, সহ-উপাচার্য কাজী শামীম সুলতানা ও কোষাধ্যক্ষ তৌফিক সাঈদের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ‘সাধারণ শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রিমিয়ার ইউনিভার্সিটি’ ব্যানারে এই কর্মসূচি ছিল।
সমাবেশ চলাকালে আইন বিভাগের শিক্ষার্থী ফজল আল মাহমুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, “যদি উপাচার্যসহ অন্যরা পদত্যাগ না করেন, তবে আগামী শনিবার কঠোর কর্মসূচি পালিত হবে।
- অভিযোগ ও দাবি
এছাড়া, একই বিভাগের শিক্ষার্থী বায়াত উল্লাহ বলেন, উপাচার্য আওয়ামী লীগের উপদেষ্টা এবং সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, তারা জুলাই বিপ্লবের বিরোধী ছিলেন এবং স্বৈরাচারের দোসর হওয়ার কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন।
- পূর্বের কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া
গতকালও একই দাবিতে শিক্ষার্থীরা সমাবেশ করেছিলেন এবং তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগের জন্য এক ঘণ্টা সময় বেঁধে দেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পুনর্গঠনেরও দাবি জানান। তবে দাবির কোনো প্রতিক্রিয়া না পেয়ে, বেলা দুইটার দিকে ক্যাম্পাসের জিইসি মোড়, হাজারী গলি ও ওয়াসা মোড় ক্যাম্পাসের ফটকে তালা দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির প্রথম আলোকে বলেন, “শিক্ষার্থীদের সমাবেশের বিষয়ে আমরা অবগত হয়েছি এবং আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে।”
মন্তব্য করার জন্য লগইন করুন!