BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। তাদের আট দফা দাবির মধ্যে অন্যতম ছিল তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ।পদত্যাগ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিবেলা পৌনে ১২টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নেন এবং উপাচার্য অনুপম সেন, সহ-উপাচার্য কাজী শামীম সুলতানা ও কোষাধ্যক্ষ তৌফিক সাঈদের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ‘সাধারণ শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রিমিয়ার ইউনিভার্সিটি’ ব্যানারে এই কর্মসূচি ছিল।