বরিশাল প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায়।
ভোটগ্রহণ শেষে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আরাফাত, তিনি ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসেন শাহরিয়ার পান ৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আহসানুল কবির তাওহিদ, তিনি পেয়েছেন ৮৭ ভোট।
নবনির্বাচিত সভাপতি মো. আরাফাত বলেন, “চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের সবসময় পাশে থাকবে ও নানা উপায়ে সহযোগিতা করবে। দূর থেকে এসে কেউ যাতে হতাশ না হয়, সেজন্য সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া, বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যায় ও বিপদে-আপদে পাশে থাকা—সবাইকে নিয়ে এক পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে বিভিন্ন কার্যক্রমও পরিচালিত হবে।”
এবারের নির্বাচনে ১৮ সদস্যের কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে পাঁচটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি পদগুলোতে একমাত্র প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট হওয়া পদগুলো হলো—সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-প্রচার সম্পাদক এবং কার্যকরী সদস্য (একটি)।
মন্তব্য করার জন্য লগইন করুন!