খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় বুয়েট শহীদ মিনার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পলাশী, কেন্দ্রীয় শহীদ মিনার ও বকশীবাজার হয়ে আবার বুয়েট শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, কুয়েটের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বহিরাগত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
লিখিত বক্তব্যে বুয়েটের শিক্ষার্থী আরাফাত সাকিব বলেন, ‘বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের নৈরাজ্য বা ফ্যাসিবাদ আমরা মেনে নেব না। কুয়েটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের, কোনো বহিরাগত সন্ত্রাসীর নয়।’
অন্যদিকে, শিক্ষার্থী আবু ওবায়দা বলেন, ‘আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। হামলাকারীরা ছাড়া পেলে তা হবে ইতিহাসের সঙ্গে অবমাননা।’
মন্তব্য করার জন্য লগইন করুন!