BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হিমেল ঠান্ডা হাওয়া আর ভোরের কুয়াশা জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতকালীন এই সময়ে আবহাওয়ার পরিবর্তন সর্দি–কাশি, নাক বন্ধের মতো বিরক্তিকর সমস্যার জন্ম দেয়। ধুলাবালি, শুষ্ক আবহাওয়া ও অ্যালার্জির প্রভাবে অনেকেই নাক বন্ধের সমস্যায় ভোগেন। আসুন, জেনে নিই এই সমস্যা সমাধানের উপায় এবং কখন চিকিৎসকের কাছে যেতে হবে।নাক বন্ধ হওয়ার কারণনাকের ভেতরে থাকা সিলিয়া নামক ছোট চুলের মতো অংশ বাইরের ধুলাবালি ও জীবাণু আটকাতে কাজ করে। কিন্তু ভাইরাস বা ধুলাবালির কারণে নাকের ভেতর মিউকাস তৈরি হয়, যা নাকের ভেতরের স্তরকে ফুলিয়ে দেয়। এতে নাক বন্ধ হয়ে শ্বাস নিতে কষ্ট হয়। শীতকালে শুষ্ক বাতাস ও অ্যালার্জেন যেমন পশমি কাপড়, পোলেন বা পোষা প্রাণীর লোম এ সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।