BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব জ্বালানি তেলের বাজারে নতুন চমক দেখিয়েছে। বিশ্বের বৃহত্তম জ্বালানি রফতানিকারক দেশ হিসেবে সৌদির এই পদক্ষেপে জ্বালানির বাজারে আবার একধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।সৌদি আরবের এই পদক্ষেপের ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিপাকে পড়তে পারেন।গত বছর থেকে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রাখতে সৌদি আরব ও ওপেকের বিভিন্ন দেশ সদস্য ব্যাপকভাবে তেলের উৎপাদন কমিয়েছে। কথা ছিল, চলতি বছর তারা অপরিশোধিত তেলের উৎপাদন বৃদ্ধি করবে।কিন্তু ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) বলেছে, বিশ্বজুড়ে চলতি বছর তেলের চাহিদা কমবে। এর পেছেনে অন্যতম কারণ হচ্ছে- বিশ্ব অর্থনীতির গতি কমে যাওয়া। এছাড়াও চলতি দশকের মধ্যভাগে বৈদ্যুতিক গাড়ির বিক্রি চূড়ান্ত পর্যায়ে উঠবে। সে কারণেও জ্বালানি তেলের চাহিদা আর তেমন একটা বাড়বে না বলেই ধারণা করা হচ্ছে।