BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে গ্রাফিতি। সময় বদলালেও দেয়ালের ভাষা বদলায়নি। একের পর এক অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীরা গ্রাফিতিতে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।আবু বকর থেকে আবরার পর্যন্ত: দেয়ালে প্রতিবাদের ইতিহাস২০১০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় গুলিবিদ্ধ হন আবু বকর। পরে ৩ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তখন পুরো বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে তার গ্রাফিতি আঁকা হয়, প্রতিবাদের ভাষা হয়ে ওঠে রং-তুলি।২০১৮ সালে ঘটে আরেক হৃদয়বিদারক ঘটনা। সলিমুল্লাহ হলের শিক্ষার্থী এহসান রফিককে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়, তার চোখ নষ্ট করে দেওয়া হয়। এরপর ২০১৯ সালে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। তখন পুরো দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, দেয়ালজুড়ে ফুটে ওঠে রফিকের নির্যাতন আর আবরারের নির্মম হত্যার চিত্র।