logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

হলের নতুন নিয়ম

শিক্ষা
গণরুম বন্ধ করতে কুবি উপাচার্যের নির্দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সকল হল প্রভোস্ট ও প্রক্টরদের নিয়ে গত ৫ সেপ্টেম্বর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আটটি সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, শুধুমাত্র নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন। গেস্টরুম ও গণরুম বন্ধ করা হবে। হলে একক কক্ষ নিয়ে কোন শিক্ষার্থী বসবাস করতে পারবে না।এই সিদ্ধান্তগুলো হল পরিবেশকে আরও ভালো করার লক্ষ্যে নেওয়া হয়েছে। হলের সৌন্দর্য বর্ধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হলে কোন সমস্যা দেখা দিলে হল প্রশাসন সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।হলের সীট বরাদ্দের নীতিমালা সম্পর্কে জানতে চাইলে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক বলেন, "প্রত্যেক হলের সীট বরাদ্দের নীতিমালা করা হয়েছে। অতিশীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।"অবৈধ শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন না। নতুন ১৭ ব্যাচের যে শিক্ষার্থীরা হলে উঠেছে তাদের বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, "তাদের তো এখনো সীট বরাদ্দ হয় নাই। বরাদ্দ না পাওয়া পর্যন্ত তারা হলে থাকতে পারবে না। আমার হলের নতুন শিক্ষার্থীদেরকে আমি ওয়ার্নিং দিয়ে আসছি। তাদেরকে বলছি, আপনাদের বের হয়ে যেতে হবে। কারন তারা তো জানেনই না তাদের কোন কোন হলে বরাদ্ধ। সুতরাং এই মুহূর্তে তাদের হলে থাকার কোনো সুযোগ নাই।"এই সিদ্ধান্তগুলোর বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক শিক্ষার্থী এই সিদ্ধান্তগুলোকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই সিদ্ধান্তগুলো হলের পরিবেশকে আরও ভালো করবে। তবে কিছু শিক্ষার্থী এই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে, এই সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদের অধিকারের লঙ্ঘন।.বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা এই সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করবে। হলের সীট বরাদ্দের নীতিমালা দ্রুত বাস্তবায়ন করা হবে।