BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "দেশের একজন বড় শত্রু অবশেষে গ্রেপ্তার হয়েছেন। এটি জাতির জন্য স্বস্তির বিষয়।"বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।ফখরুল বলেন,"বিলম্বে হলেও খায়রুল হকের বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করি, তার বিরুদ্ধে সব অভিযোগ সঠিকভাবে তদন্ত হবে এবং যথাযথ বিচার হবে।"তিনি আরও বলেন,“তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে যে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে, তার মূল দায় খায়রুল হকের। তিনি জনগণ ও রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”