বরিশালের মুলাদীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা করে লাশ গুমের দায়ে স্বামী সোহরাব হোসেন আকনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১২ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম রোববার (৫ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডিত সোহরাব হোসেন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
দণ্ডিত সোহরাব হোসেন আকন (৪৮) বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের মৃত লাল মিয়া আকনের ছেলে। আদালত তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু জানান, সোহরাব তার দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার লিমার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেছিল। যৌতুক না পেয়ে ২০১৩ সালের ১ ডিসেম্বর লিমাকে গলাটিপে হত্যা করে লাশ গুম করে।
ঘটনার পর নিহতের বোন ডলি বেগম বাদী হয়ে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২০ মে উপ-পরিদর্শক মো. জুবায়ের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!