BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আজারবাইজানে অনুষ্ঠিতব্য কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজ (১১ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শফিকুল আলম জানিয়েছেন, ড. ইউনূস ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় সফরে আজারবাইজানের বাকুতে অবস্থান করবেন। এই সফরে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের দাবি-দাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে দেশের ক্ষয়ক্ষতির বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন।