BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের আঙ্গারিয়া বাইপাস এলাকায় ট্রাক থেকে জোরপূর্বক চাঁদা আদায় করার সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।সোমবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের আঙ্গারিয়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং সদস্য নারায়ণ পোদ্দার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ওই এলাকায় শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চক্র ট্রাক থামিয়ে জোরপূর্বক প্রতি ট্রাক থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চাঁদা তোলার বৈধতা জানতে চাইলে তারা কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি, এতে উত্তেজনা সৃষ্টি হয়।