টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতের বেলায় রমরমা ভাবে চলছে লাল মাটির গাড়ি। নষ্ট হচ্ছে গ্রামীণ জনপদ। মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটা ও জায়গা ভরাটের কাজে।
গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা হতে বহুরিয়া রাস্তায় সন্ধ্যার পরে চলে লাল মাটির গাড়ি। গাড়ির বিকট শব্দ ও দুর্ঘটনার ভয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসি।
খোঁজ নিয়ে জানা গেছে, এসব লাল মাটি আজগানা, বাঁশতল, সখিপুর ও কালিয়াকুরের বিভিন্ন জায়গা হতে রাতের বেলা ড্রাম ট্রাকের মাধ্যমে দেওহাটা-বহুরীয়ার বিভিন্ন ইট ভাটায় পৌঁছানো হয়। অদক্ষ ও নেশাগ্রস্থ ড্রাইভার দ্বারা এই ড্রাম ট্রাকগুলো চালানো হয়। এতে অনেক সময় দুর্ঘটনার ঘটনা ঘটছে।
বেশ কিছুদিন আগে একটি ঘরের গেট ভেঙে গাড়ি গেটের ভিতরে ঢুকে যায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে গত বুধবার খাদিমূল ইসলাম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উপরে উঠে যায় একটি লাল মাটির ড্রাম ট্রাক। এতে অল্পের জন্য রক্ষা পায় মাদ্রাসার ঘুমন্ত ছাত্ররা। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।
মীর দেওহাটার বাসিন্দা মজিব আলম জানান, সন্ধ্যার পর থেকে সারারাত লাল মাটির গাড়ির অতিরিক্ত আওয়াজের কারণে আমরা ঠিকমত ঘুমাতে পারিনা। ফকিরা মার্কেটের দোকানদার আব্দুল মালেক বলেন, অনেক রাত পর্যন্ত আমি দোকান করি, রাতে যখন ড্রাম ট্রাক চলে তখন অনেক ভয়ে থাকি, ট্রাকের অতিরিক্ত গতির কারণে মনে হয় কখন যেন গাড়ি দোকানের উপরে উঠে যায়।
এ বিষয়ে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করলেও থামছে না কোন কিছুই।
মন্তব্য করার জন্য লগইন করুন!