ভারতের গুজরাট রাজ্যে ভয়াবহ সেতু ধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। বুধবার (৯ জুলাই) সকালে ভদোদরা জেলার উপকণ্ঠে মাহী নদীর ওপর নির্মিত আনন্দ–পাদ্রা সংযোগকারী সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে কয়েকটি যানবাহন সরাসরি নদীতে পড়ে যায়।
সেতু ভেঙে পড়ার পর আতঙ্ক ও কান্নার দৃশ্য
ঘটনার সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, একটি ট্যাংকার সেতুর ভাঙা প্রান্তে ঝুলে আছে আর নদীর পানিতে উল্টে থাকা একটি ভ্যানে আটকে পড়ে আছে একজন নারী। তাকে তার সন্তানকে উদ্ধারের জন্য আর্তনাদ করতে শোনা যায়।
ভদোদরার জেলা কালেক্টর অনিল ধামেলিয়া জানান, এখন পর্যন্ত ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। মোট ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নদীতে পড়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে ছিল দুটি ট্রাক, একটি ইকো ভ্যান, একটি পিকআপ ও একটি অটোরিকশা।
সেতু নির্মাণ ছিল ৪০ বছর আগে, চলছিল না রক্ষণাবেক্ষণ!
আনন্দ জেলার কালেক্টর প্রবীণ চৌধুরী জানান, সেতুটি নির্মাণ করা হয়েছিল ১৯৮৩-৮৪ সালে। এরপর থেকে এটি দিয়ে ব্যাপক পরিমাণ যানবাহন চলাচল করত। ভদোদরার দিক থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে এবং আপাতত সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সরকারের অবহেলায় মৃত্যু— অভিযোগ বিরোধীদের
সেতু ধসের ঘটনায় কংগ্রেস নেতা অমিত চাভদা বলেন, "প্রতিদিন এই সেতু দিয়ে হাজারো মানুষ যাতায়াত করে। সেতুটি যদি বিপজ্জনক হতো, তবে তা আগেই মেরামত বা বন্ধ করা উচিত ছিল। সরকারের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।"
এ ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো।
মন্তব্য করার জন্য লগইন করুন!