BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরে থালা-বাসন ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুন্নাহার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গৃহবধূ নুরুন্নাহার উপজেলার সিদলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টানসিদলা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। আমির হামজা নামে তার তিন বছর বয়সের এক ছেলে সন্তান রয়েছে।মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে টানসিদলা গ্রামের বাড়ির পাশে সাইদ পাগলার পুকুরে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূ মৃত্যুর এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়।