মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁদপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি চলছে।
৩ ডিসেম্বর বুধবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি চলছে। ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে মূলত এ আন্দোলন বলে জানিয়েছেন এখানকার আন্দোলনকারীরা। এর আগে ৩০শে নভেম্বর ২০২৫ তারিখে সকাল ৯ টা থেকে দুপুর ১১ টা পর্যন্ত চলে আন্দোলন। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, দাবি মানা না হলে ৪ই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে সারাদেশে কমপ্লিট সাটডাউন (পূর্ণ কর্মদিবস) কর্মসূচি চলবে।
আন্দোলনকারীরা জানান, বাংলাদেশে অন্যান্য সকল গ্রেডের যোগ্যতা অনুযায়ী সম্মান করা হলেও, কোন এক অদৃশ্য শক্তির কারনে ১১তম গ্রেডে থাকা ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেডে উত্তীর্ণ করা হচ্ছে না! তারা শঙ্কা প্রকাশ করে বলে, এভাবে বৈষম্য সৃষ্টি করা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী সম্মান চাই। আমাদের কে ১০ম গ্রেডে উত্তীর্ণ করে প্রজ্ঞাপন জারী করা হোক। যদি তা করা না হয়, তাহলে সারাদেশে ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ৪ই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাট ডাউন পালন করা হবে।
এদিকে হাসপাতালের ফার্মাসিষ্ট টেকনোলজিস্টদের কর্ম বিরতিতে ভোগান্তিতে পড়েন সাধারণ রোগী সহ অন্যান্য ইমার্জেন্সি রুগী ও আত্মীয়স্বজনেরা। আন্দোলনের বিষয় টি দ্রুত সমাধান চেয়ে হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিক করার জোর দাবি জানান তারা।
লগইন
ছবিঃ বিডিসিএন২৪
মন্তব্য করার জন্য লগইন করুন!