BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চুয়াডাঙ্গায় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক চর্মরোগ স্ক্যাবিস। প্রতিদিন সদর হাসপাতালে ১০০ থেকে ১৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত হচ্ছেন শিশু, নারী ও বয়স্কসহ সব বয়সের মানুষ।চুয়াডাঙ্গা জেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস। এক পরিবারের একজন আক্রান্ত হলে অল্প সময়ের মধ্যেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে পুরো পরিবারে। প্রতিদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগে স্ক্যাবিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে।বুধবার (৮ অক্টোবর) সদর হাসপাতাল ঘুরে দেখা যায়, নতুন ও পুরোনো ভবনের করিডোর ও বারান্দাজুড়ে রোগীদের উপচে পড়া ভিড়। চিকিৎসকদের কক্ষের সামনে লম্বা লাইন, ভেতরে প্রবেশের অপেক্ষায় অসংখ্য রোগী। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ জন স্ক্যাবিস ও খোস–পাঁচড়াসহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।