ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশজুড়ে নেমে এসেছে শোকের আবহ। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ইসলামি চিন্তাবিদ ও আলেম সমাজ তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, বিপ্লবী ওসমান হাদিকে মহান আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁর সাহসিকতা থেকে তরুণ সমাজ যেন অনুপ্রাণিত হয়—এ দোয়া করেন তিনি।
তিনি আরও বলেন, পরিণতি জেনেও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকা সত্যিই বিরল দৃষ্টান্ত। মৃত্যুভয় জয় করে শাহাদাতের আকাঙ্ক্ষা কেবল আদর্শবান মুসলিম তরুণদের পক্ষেই সম্ভব।
এদিকে ইসলামি চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী এক প্রতিক্রিয়ায় লেখেন, আবরার ফাহাদ ও আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি। তিনি ওসমান হাদির আত্মত্যাগ কবুল হওয়ার দোয়া করেন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
ইসলামি বক্তা শায়খ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ লেখেন, আল্লাহ যেন ওসমান হাদির সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। তাঁর ইসলামপ্রিয়তা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ুক—এ দোয়া করেন তিনি।
অন্যদিকে সংক্ষিপ্ত পোস্টে শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক লেখেন, জুমার দিন গুলিবিদ্ধ হওয়া এবং জুমার দিন মৃত্যুবরণ—আল্লাহ যেন তাঁকে শহীদের মর্যাদা দান করেন।
এছাড়াও অধ্যাপক মোখতার আহমদ, মাওলানা রুহুল আমিন সাদী, মুফতি মুহিউদ্দীন কাসেমী, রেজাউল করীম আবরারসহ ইসলামি অঙ্গনের বহু ব্যক্তি সামাজিক মাধ্যমে শোক ও দোয়া প্রকাশ করেছেন।
লগইন
ওসমান হাদির মৃত্যুতে আলেম সমাজের শোক ও প্রতিক্রিয়া | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!