ঢাকাসহ সারাদেশে তীব্র শীত, ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা থাকবে ৮ থেকে ১০ ডিগ্রি কিংবা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
এ ছাড়া এক থেকে দুটি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র হতে পারে। এসব সময়ে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি কিংবা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
তিনি আরও বলেন, ঢাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৫ জানুয়ারি পর্যন্ত ধীরে ধীরে কিছুটা বাড়বে। ফলে এ সময় রাত ও দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে। তবে ৬ জানুয়ারি সকাল থেকে ১২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা দ্রুত কমতে পারে।
এই সময় দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।
ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়বে। জানুয়ারি মাসজুড়ে শৈত্যপ্রবাহের প্রভাব অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
লগইন
দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, জানালো আবহাওয়া অফিস । ছবিঃ সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!