সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে টেপারবিল এলাকায় প্রথমে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। পরে বন বিভাগ ঘটনাটি নিশ্চিত করে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বনকর্মীরা আগুন ঠেকাতে ফায়ার লাইন কাটার কাজ শুরু করেছেন। তবে পানির উৎস দূরে থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশনের টিম ঘটনাস্থলের কাছাকাছি রয়েছে, তবে দুর্গম এলাকা হওয়ায় পৌঁছাতে সময় লাগছে। এদিকে, রামপাল ও কচুয়া থেকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিচ্ছে।
ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া জানান, সকালে সুন্দরবনের টেপারবিল এলাকায় আগুনের ধোঁয়া দেখা যায়, যা পরে বনজীবীরা নিশ্চিত করেন। বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ফরেস্টার বিপুলেশ্বর দাস জানান, পানির উৎস না থাকায় খালে জোয়ার এলে পাম্পের মাধ্যমে পানি নেওয়ার ব্যবস্থা করা হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!