বাগেরহাট, ৫ মে, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের লতিফের সিলা এলাকায় লেগে থাকা আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী। রবিবার সকাল সাতটা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাগেরহাট, মোরেলগঞ্জ, মোংলা ও শরণখোলার পাঁচটি ফায়ার সার্ভিস ইউনিট।
বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বন এলাকায় টহল চালিয়ে আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সহায়তা করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মামুন মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ তদারকি করছেন।
আগুনের কারণ এখনও অজানা।আগুন নিয়ন্ত্রণে আনতে কতক্ষণ সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মন্তব্য করার জন্য লগইন করুন!