BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩টি আগ্নেঅস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলাবারুদ, ২০ টি দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকা সহ মেঘনা নদীর দুই দুধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোন।আজ সোমবার (০২ সেপ্টেম্বর) সকালে ভোলার সদর উপজেলাধীন রাজাপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ দুই ডাকাতকে আটক করেন কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।আটক হওয়া ডাকাতরা বাহাদুর বাহিনীর প্রধান আজগর আলী ওরফে বাহাদুর (৪২) ধনিয়া ৭ নং ওয়ার্ডের চরমনিষা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ও তার সহযোগী ইকবাল হোসন (২৪) রাজাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে। তারা দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ডাকাতি করে আসছিলেন বলে জানা গেছে।এ সময় তাদের কাছে থেকে ১টি পাইপগান,১টি একনলা বন্ধুক,১টি পিস্তল সহ মোট ৩টি আগ্নেঅস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলাবারুদ, ১ লক্ষ ১৫ হাজার ৭৫ টাকা ও ২০ টি দেশীয় ধারালো অস্ত্র, ২ টি মোবাইল, ৫টি কার্ড রিডার সহ তাদেরকে আটক করা হয়েছে।