BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
‘রিফিউজিগো দ্যাশ-জাত বইলে কিছু আছে নাকি! আমরা তো মন্দিরের ঘণ্টার মতো। যে বাজায়, খালি বাইজে যাই।’ চরকির নতুন ওয়েব সিরিজ ফেউ-এর টিজারে এই সংলাপটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। চরিত্র প্রকাশ না হলেও সংলাপ থেকে বোঝা যায়, সিরিজটি শরণার্থীদের করুণ বাস্তবতা নিয়ে তৈরি।শনিবার (১৩ জানুয়ারি) রাত ৮টায় প্রকাশিত টিজারের সঙ্গে চরকি জানিয়েছে, এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। টিজারের ক্যাপশনে প্রশ্ন তোলা হয়েছে, ‘কী ঘটেছিল ১৯৭৯ সালে? কী লুকানো হয়েছে আমাদের কাছ থেকে?’ জানা গেছে, শিগগিরই সিরিজটি চরকিতে মুক্তি পাবে।