BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
নিজস্ব প্রতিবেদক | ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবারছয় দফা দাবির ভিত্তিতে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ নিজ ইনস্টিটিউট চত্বরেই তালা মেরে কর্মবিরতিতে অংশ নেন।ঢাকা পলিটেকনিকের একাধিক ভবনের দরজায় ঝুলানো হয়েছে প্রায় ২২টি তালা। তালাগুলোর ওপর সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো কাগজে বড় অক্ষরে লেখা ‘৬ দফা’। ভবনের একাডেমিক, প্রশাসনিক কক্ষ ও অধ্যক্ষের অফিসেও তালা ঝুলানো হয়েছে। এমনকি অধ্যক্ষের কক্ষে তিনটি তালা দেখা গেছে।