নিজস্ব প্রতিবেদক | ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
ছয় দফা দাবির ভিত্তিতে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ নিজ ইনস্টিটিউট চত্বরেই তালা মেরে কর্মবিরতিতে অংশ নেন।
ঢাকা পলিটেকনিকের একাধিক ভবনের দরজায় ঝুলানো হয়েছে প্রায় ২২টি তালা। তালাগুলোর ওপর সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো কাগজে বড় অক্ষরে লেখা ‘৬ দফা’। ভবনের একাডেমিক, প্রশাসনিক কক্ষ ও অধ্যক্ষের অফিসেও তালা ঝুলানো হয়েছে। এমনকি অধ্যক্ষের কক্ষে তিনটি তালা দেখা গেছে।
ছাত্ররা জানান, বারবার আশ্বাস দিয়ে দাবি উপেক্ষা করায় তারা এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, “গত সাত মাসে শান্তিপূর্ণ কর্মসূচির পরও কোন অগ্রগতি হয়নি। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে।”
এ সময় ইনস্টিটিউটের বাইরের মূল ফটকে নিরাপত্তায় ছিল পুলিশ। ভেতরে দলে দলে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছিলেন।
ছাত্ররা জানান, শিক্ষা মন্ত্রণালয় আট সদস্যের একটি কমিটি করলেও তারা এখনো কার্যকর কোনো রূপরেখা দেখতে পাননি। ফলে তারা মনে করছেন, দাবি বাস্তবায়নের বিষয়ে সরকারের আন্তরিকতা নেই।
৬ দফা দাবির মধ্যে রয়েছে: ১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০% কোটা বাতিল।
২. পদোন্নতির রায় বাতিল।
৩. পদবি পরিবর্তন।
৪. মামলায় জড়িতদের চাকরিচ্যুত করা।
৫. ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিল।
৬. নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।
ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করতে চায় না। ইনস্টিটিউটের ভেতরেই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে এবং প্রয়োজনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!