BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বিনোদন ডেস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় চিত্রনায়ক রুবেলকে ঘিরে বারবার উঠে আসছে মিথ্যা মৃত্যুর গুজব। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তার বড় ভাই, বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। তিনি স্পষ্টভাবে বলেছেন—‘মৃত্যু নিয়ে মিথ্যা প্রচার করলে এবার আইনি ব্যবস্থা নেওয়া হবে।’সোশ্যাল মিডিয়ার ভুয়া আইডিতে গুজব ছড়ানো হচ্ছেগত কয়েকদিন ধরে ফেসবুকে বিভিন্ন ফেক আইডি থেকে ছড়ানো হচ্ছে রুবেলের মৃত্যুর খবর। বিষয়টি নজরে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন সোহেল রানা। দুই ভাইয়ের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন—“আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় রুবেল পুরোপুরি সুস্থ আছে। এবার যদি কেউ মিথ্যা প্রচার করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।