রাজশাহীর বাগমারা উপজেলায় স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম ঝরনা আক্তার লিপি (২২)। তিনি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বজরুখকৌড় গ্রামের আলীমুদ্দিনের কন্যা।
ঘটনাটি ঘটেছে গতকাল (২৮ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার গনিপুর ইউনিয়নের বাগমারা গ্রামে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাত বছর আগে বাগমারা গ্রামের মৃত উচমান আলীর ছেলে রুবেল হোসেনের (২৮) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় লিপির। বিয়ের পরে তাদের ঘরে এক সন্তান আছে। বেশ কিছুদিন আগে থেকে রুবেল হোসেন তার স্ত্রী ঝরনা আক্তার লিপিকে নানা অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।
গতকাল রাত ১২টার দিকে লিপির বাবা আলীমুদ্দিনের দাবি, রুবেল হোসেন আবারও তার মেয়েকে মারধর করতে শুরু করেন। এক পর্যায়ে তিনি বালিশ দিয়ে লিপির মুখ চেপে ধরে হত্যা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হোসেন হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও বলেন, ঝরনা আক্তার লিপির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ (২৯ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!