ঠাকুরগাঁও সংবাদদাতা।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরির সময় জনতার গণপিটুনিতে রুবেল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরানি বাজারে এ ঘটনা ঘটে।নিহত রুবেল ইসলাম (৩৫) পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার গোগর পটুয়াপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। স্থানীয়সূত্রে জানা গেছে, বুধবার ২২ জানুয়ারি সকালে যাদুরানি বাজারে মোটরসাইকেল চুরির সময় রুবেলকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা।
উত্তেজিত জনতার এলোপাতাড়ি কিল-ঘুষির মারপিটে গুরুতর অসুস্থ হয়ে পড়ে রুবেল । এতে ঘটনাস্থলে তিনি মৃত্যু বরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,মোটরসাইকেল চুরির সময় গণপিটুনিতে রুবেলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। এদিকে ওসি আরো জানান, রুবেল ইসলামের নামে থানায় দুটি চুরির মামলা রয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!