BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে গোল করে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি লিখেছেন ইতিহাস। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।ইরানের কিংবদন্তি আলী দাইকে টপকে মেসির গোলসংখ্যা এখন ১০৯। ১৮৬ ম্যাচ খেলে এই গোলগুলো করেছেন তিনি। ২১২ ম্যাচে ১৩০ গোল করে সবার উপরে অবস্থান করছেন মেসির সমসাময়িক প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।সেমিফাইনালে গোলশূন্যতা ভাঙলেন মেসিচলতি কোপা আমেরিকায় সেমিফাইনালের আগ পর্যন্ত গোল করতে পারেননি মেসি। অনেকেই মনে করেছিলেন আর্জেন্টাইন এই ম্যাজিশিয়ানের শেষটা দেখে ফেলেছেন। কিন্তু বয়সের ভারে হার মানেননি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। অবশেষে কোপার সেমিফাইনালে গোলের পথ খুঁজে পেলেন তিনি।ভাগ্যের সহায়তায় গোলকানাডার বিপক্ষে ম্যাচে মেসির গোলটিতে কিছুটা ভাগ্যের সহায়তা ছিল। জটলার মাঝে বল পরিষ্কার করতে ব্যর্থ হন কানাডার ডিফেন্ডাররা। ডিবক্সের ভেতরে বল পেয়ে জোরালো শট ছোঁড়েন এনজো ফার্নান্দেজ। তার শটে পা বাঁধিয়ে বলের দিক পরিবর্তন করেছিলেন এলএমটিন। সেই সুযোগে বল জালে জ্বালাতে দেরি করেননি মেসি।২-০ গোলে জয়এই গোলের মাধ্যমে ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর আর কোন গোল না হলেই ফাইনালে উঠে যায় লিওনেল মেসির দল।